দিগবিজয় মাহালি, দাসপুরঃ আজ রবিবার দুপুরে দাসপুরের জগন্নাথপুর এলাকার পঞ্চানন ভূঁইয়ার বাড়িতে আচমকা আগুন লাগে, আর তাতেই পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র সহ একাধিক জিনিস। স্থানীয়দের তৎপরতায় প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নেভানো সক্ষম হয়। তবে ঘটনার খবর পেয়ে ছুটে যায় ঘাটাল দমকল বিভাগের দুটি ইঞ্জিন ও দাসপুর থানার কর্মরত পুলিশ অফিসার সহ কর্মীরা। এদিকে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া জিনিসপত্র যার পরিমাণ প্রায় ৫০ হাজার টাকারও বেশি বলে জানান পঞ্চানন বাবুর পত্নী কল্পনা দেবী। দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকার জায়গা নেই পঞ্চানন বাবুর। তবে স্থানীয় প্রশাসনের তরফে পুড়ে যাওয়া বাড়ির পরিবর্তে থাকার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।