নিজস্ব সংবাদদাতাঃ কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর-এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। নেট মাধ্যমে আবেগতাড়িত টুইঙ্কল খন্না। রাজেশ-কন্যা বাবার সঙ্গে লতা মঙ্গেশকর ও রাহুল দেব বর্মনের ছবি দিয়ে লেখেন, ‘‘ওঁনার (লতা) সুরের মূর্ছনা চিরদিন থেকে যাবে আমাদের হৃদয়ে।’’