নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা-সহ রাজ্যের ১০ জেলায় প্রাকৃতিক গ্যাস (সিএনজি) জোগানের পরিকাঠামো ধাপে ধাপে ধাপে গড়ে উঠছে। এ বার আরও বিস্তৃত হচ্ছে সেই ব্যবস্থা। যার পরের ধাপে আরও সাতটি জেলায় রাষ্ট্রায়ত্ত দুই সংস্থা ইন্ডিয়ান অয়েল (আইওসিএল) এবং ভারত পেট্রলিয়ামকে (বিপিসিএল) সম্প্রতি এই গ্যাস বণ্টনের বরাত দিয়েছে এই ক্ষেত্রের নিয়ন্ত্রক পিএনজিআরবি।