সব কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন হৃষিকেশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সব কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন হৃষিকেশ

​নিজস্ব সংবাদদাতাঃ প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ হৃষিকেশ কানিতকর সমস্ত কৃতিত্ব দিলেন ক্রিকেটারদের। বিশেষ করে তাঁর প্রশংসার বড় অংশ জুড়ে আছে যশ ধূল। তিনি বলেন, “আমরাও প্রথমে ব্যাট করব ভেবেছিলাম। কিন্তু পরে ব্যাট করেও জিতেছি। যশের মাথা খুব ঠান্ডা। যে ভাবে ও নেতৃত্ব দিয়েছে, যে ভাবে জেতার জন্য নিজেদের সবটা দিয়েছে তা দেখে খুব ভাল লাগছে।”