লতাজির গানের জন্য সিনেমা হিট হতো, বললেন হরিবংশ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
লতাজির গানের জন্য সিনেমা হিট হতো, বললেন হরিবংশ

নিজস্ব সংবাদদাতা : লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। তাঁর কথায়, "লতামঙ্গেশকর জির কণ্ঠ চিরকালের শেষ পর্যন্ত থাকবে। তিনি ভারতের গর্ব ছিলেন এবং ভারতরত্ন থেকে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। তার গানের কারণে সিনেমাগুলো হিট হতো। তিনি অমর।"