তৃণমূলের দুই প্রার্থী তালিকা বিক্ষোভ ওয়ার্ডে ওয়ার্ডে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তৃণমূলের দুই প্রার্থী তালিকা বিক্ষোভ ওয়ার্ডে ওয়ার্ডে

দ্বিগবিজয় মাহালী-তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই মেদিনীপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিক্ষোভ, গন্ডগোল। প্রার্থী বদল চেয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় একটি তালিকা প্রকাশের পরে রাতে ফের দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছে। তাতে মেদিনীপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দুই তালিকায় দুরকমের প্রার্থী দেখা গিয়েছে। সেই ধোঁয়াশা কাটাতে পারেনি জেলা নেতারা। ফলে দিনভর বিভিন্ন ওয়ার্ডে প্রার্থী নিয়ে বিক্ষোভ অবরোধ দেখা গিয়েছে। কতকগুলি ওয়ার্ডে আবার দুই তালিকার দুই প্রার্থীই শুরু করলেন প্রস্তুতি।ফলে চরম অস্বস্তি শাসকদলে। মেদিনীপুর পুরসভা এলাকার জন্য তৃণমূলের প্রথম প্রার্থী তালিকা বেরিয়েছিল শুক্রবার সন্ধ্যায়। সেখানে ২ নং ওয়ার্ডের প্রার্থী দেখানো হয়েছিল প্রাক্তন কাউন্সিলর নির্মাল্য চক্রবর্তীর স্ত্রী সোনালি চক্রবর্তীকে।পরে রাতে পুণরায় দলের তরফে আরও একটি তালিকা প্রকাশ করা হয়। তাতে দেখানো হয় ওই ২ নং ওয়ার্ডে প্রার্থী রয়েছেন মিতালি ব্যানার্জী। 

ফলে বিভ্রান্তি তৈরি হয়। দুই প্রার্থীর দুই শিবিরের মধ্যে টানা পোড়ান তৈরি হয়। সোনালি চক্রবর্তী শনিবার রাস্তায় বের হয়ে যায় প্রচারে। সোনালি দেবী নিজে দেওয়াল লিখন শুরু করেন ২ নং ওয়ার্ডে। সোনালি বলেন, দলের নির্দেশ পেয়ে কাজ শুরু করেছি। পাড়াতে প্রচার ও দেওয়াল লিখন চলছে। কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছি। অন্যদিকে দ্বিতীয় তালিকাতে থাকা মিতালী ব্যানার্জী এখনও প্রচারে নামেন নি। তিনি তালিকা নিয়ে দ্বিধা থাকায় দলের নেতাদের মুখাপেক্ষী হয়ে রয়েছেন বিষয়টি পরিষ্কার হতে। তিনি বলেন, আমি বিষয়টি দলকে জানিয়েছি,তাদের কথা মতো কাজ করব। দিদি আমাকে দায়িত্ব দিলে মানুষের জন্য কাজ করতে আমি প্রস্তুত। অন্যদিকে মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের প্রার্থী নিয়ে স্থানীয় প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর রাধারানী বেরা-র অনুগামীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। রাধারানী বেরা তালিকাতে স্থান না পাওয়ার কারণে মেদিনীপুর শহরের জর্জকোট এলাকাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা তাঁর স্ত্রীকে প্রার্থী করেছেন। একই ভাবে মেদিনীপুর পৌর এলাকার ২৪ নম্বর ওয়ার্ডেও প্রার্থী নিয়ে ক্ষোভ দেখা দেয়। স্থানীয় তৃণমূলের কর্মীরা রাঙ্গামাটি এলাকাতে রাস্তায় টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শনিবার বিকালে। প্রার্থী পরিবর্তনের দাবি করেছেন তাঁরা। ওই ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী বিশ্বজিৎ মুখার্জী। বিক্ষোভকারীদের অভিযোগ, যাকে প্রার্থী করা হয়েছে, সে কোনোদিন তৃণমূল করেনি। গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে গোপনে কাজ করেছে। তবে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা এবিষয়ে কোনো মন্তব্য করতে চান নি।