নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বাজারে দু’চাকার গাড়ির চাহিদা বিশাল। বলা যায় সারা বিশ্বে বৃহত্তম। বিশেষ করে এখানকার গ্রাম এবং মফস্বলে মোটরবাইক বা স্কুটারের বিক্রি বরাবর চোখে পড়ার মতো। কিন্তু অতিমারি, গাড়ির দাম বৃদ্ধি এবং তেলের চড়া দরে সেই বাজারের কাহিল অবস্থা। এমনটাই জানাল মূল্যায়ন সংস্থা ইক্রা। তাদের দাবি, এর ফলে ডিলারদের শোরুম থেকে বিক্রি (খুচরো) গত জানুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় ১৪% কমেছে।