অন্ডাল, হরি ঘোষ-আজ সরস্বতী পূজা আগামীকাল বাঙ্গালীদের বিশেষ উৎসব সিজানো।আর সেই উৎসবের প্রধান উপকরণ হিসাবে ব্যবহৃত হয় মাছ।তাই শনিবার ভোর থেকেই অন্ডাল পাণ্ডবেশ্বর লাউদোহায় বিভিন্ন মাছের আড়তগুলোতে ,খুচরো এবং পাইকারী বিক্রেতাদের ভিড় ছিল দেখবার মতো।
সাথে ক্রেতারাও আড়তগুলোতে ভোর থেকেই মাছ কেনার জন্য চলে আসেন।বিশেষ করে সিজানো উৎসবটি তে মাছের ব্যবহার হওয়ায় আড়তগুলোতে মাছের আমদানি থাকে প্রচুর। আজকের দিনটিতে অনেক বড় বড় মাছের আমদানি করে থাকেন বিক্রেতারা।মাছ প্রিয় বাঙালী কোনোভাবেই আজকের দিনটিতে মাছ কিনতে পিছ পা হন না সে যত দামই হোক।আজকের দিনে মাছের আড়তগুলোতে ২০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত কিলো দরে মাছের বিক্রি হয়েছে।