‘বিরাট-বার্তা’ যশদের উদ্দেশ্যে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
‘বিরাট-বার্তা’ যশদের উদ্দেশ্যে

​নিজস্ব সংবাদদাতাঃ ১৪ বছর আগে বিরাট কোহলিও অনূর্ধ্ব-১৯এ খেলেছেন। তাই তিনি এই মুহূর্তে এতো বড় একটা মঞ্চে কেমন অনুভূতি হতে পারে খেলোয়াড়দের তা জানেন। আজই ইংল্যান্ডের মুখোমুখি হবে যশ-রা। জিততে পারলে অনূর্ধ্ব-১৯এর মঞ্চে পঞ্চম বারের মতো জিততে চলেছে ভারত। তাই এবারে বিরাট কোহলি খেলোয়াড়দের মনে সাহস দিতে শুভেচ্ছা বার্তা ট্যুইট করলেন। তিনি লেখেন, “ বিশ্বকাপ ফাইনালের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা।”