নিজস্ব সংবাদদাতাঃ শীতকালীন অলিম্পিক্স অধিবেশনে মশালবাহক হিসাবে যিনি আছেন, তিনি গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাদের উপর রাতের অন্ধকারে আক্রমণ করেছিলেন। সে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই রাজধানীর রাস্তায় প্রতিবাদের ঢল নেমে গিয়েছে। দূরদর্শন থেকে জানানো হয়েছে অলিম্পিক্সের সম্প্রচার তাঁরা করবেন না। ইতিমধ্যে চিন জানিয়েছে, অলিম্পিক্সের আঙিনায় রাজনীতির রং লাগানো হচ্ছে। কিন্তু এসবের মাঝেই আরিফ খানের নেতৃত্বে ভারতের চার সদস্যের দল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।