নিজস্ব প্রতিনিধি-ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেব বর্মন, তিনি আদিবাসী প্রগতিশীল আঞ্চলিক জোটের বর্তমান চেয়ারম্যান যা 'তিপ্রা মথা' নামেও পরিচিত। এই 'তিপ্রা মথা' গত এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। আজ নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি 'তিপ্রা মথা '-র সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, 'আজ থেকে এক বছর আগে তিপ্রা মথা রাজনৈতিক দলে পরিণত হয়। সত্যি কথা বলতে এটি একটি রাজনৈতিক দল না এটি রাজনৈতিক মুভমেন্ট ছিল।' তিনি বলেন, 'যদি আদিবাসীদের কিছু করতে হয় তাহলে আমরা কারুর উপর নির্ভর করতে পারবোনা। আমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে নিয়ে এগোতে হবে।সবাই বলেছিল এক দুটি সিটের বেশি এটি পাবে না। অনেকেই দলকে বিশ্বাস করে নি। আপনারা দেখিয়েছেন আপনাদের ভালোবাসার জন্য তিপ্রা মথা এডিসি ইলেকশন জিতেছে।যারা বলেছিলেন চল্লিশ বছর ধরে আমরা ত্রিপুরায় রাজত্ব করছি তাদের হারিয়ে একটা দল যেখানে ৮০ শতাংশই যুব সম্প্রদায় ছিল তারাই ইলেকশন জিতেছে।'