দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

হরি ঘোষ, দুর্গাপুর : করোনা আবহে স্কুল কলেজ খুললেও মৃৎশিল্পীদের মাথায় হাত। করোনার দাপটে গত দু বছর তেমনভাবে বড়ো করে সরস্বতী পুজো হয়নি। তার জের প্রতিমাও বিক্রি হয়েছে কম। করোনার দাপট কিছুটা কমলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুজোয়৷ সরস্বতী পুজোর আগের দিন আজ শুক্রবার সকাল থেকে টানা বৃষ্টিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মৃৎশিল্পীদের। তেমনভাবে বিক্রি নেই প্রতিমার। দীর্ঘদিন এভাবে চললে কিভাবে সংসার চালানো সম্ভব? এই প্রশ্ন ঘোড়াফেরা করছে মৃৎশিল্পীর পরিবারের মধ্যে। পাশাপাশি বাশের ছাঁচের প্যান্ডেলের এখন চল কমেছে। তেমন ভাবে বিক্রি নেই ।