নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার পাঞ্জাবে বিধানসভা ভোটের প্রচারে যান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিন এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন কর্তারপুর করিডর নিয়ে। তিনি বলেন, 'আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র ৪-৫ কিলোমিটার দূরে অবস্থিত করতাপুর সাহিব। যদি সামান্য প্রচেষ্টা করা হত তবে কর্তারপুর সাহিব কেবল ভারতেই থাকত। কিছু শক্তি আমাদের ও শিখ সম্প্রদায়ের মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করছে কিন্তু আমরা তা হতে দেব না।'