নিজস্ব সংবাদদাতাঃ সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের মনোনয়নপত্র জমা দেবেন। জানা গিয়েছে, এদিন গোরক্ষপুর আরবান বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন। তাঁর সঙ্গে থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও মনোনয়নের আগে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত ধর্মেন্দ্র প্রধান শহরে একটি সমাবেশে ভাষণ দেবেন।