সমানে সমানে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সমানে সমানে


নিজস্ব সংবাদদাতাঃ আজ গোয়ার বুকে মাঠে নেমেছিল মুম্বাই সিটি ও মোহনবাগান। ম্যাচ শেষে দুই দলই সমানে সমানে। মুম্বাইয়ের কোটালের পায়ের জাদুতে ১ গোল হয়। আর উইলিয়মের জন্য ১ গোলের মুখ দেখতে পায় মোহনবাগান। এই মুহূর্তে লিগ তালিকার ৫ম-এ আছে ডার্বি জয়ী মোহনবাগান আর ৬ঠ-তে আছে বাণিজ্যনগরী মুম্বই।