নিজস্ব সংবাদদাতা : নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে পূর্ব মেদিনীপুরের এসপিকে তীব্র ভর্ত্সনা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালকে জড়িয়ে তিনি বলেন, "এসপি কোথায়? লুকিয়ে আছে? তোমার জেলা নিয়ে অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে পরিকল্পিতভাবে হিংসা বাঁধানোর চেষ্টা হচ্ছে। অনেকদিন বলেছি, কিছু করোনি, আমাকে হস্তক্ষেপ করতে হয়েছে। কোনও কোনও রাজনৈতিক নেতা ইন্ধন দেয়, তাই হিংসার ঘটনা ঘটে। কাজ করতে ভয় লাগছে? তোমাকে রাজ্যপাল কি ফোন করেন? রাজ্যপাল কি ফোন করে বলছেন এটা করবে না, ওটা করবে না? এরকম করালেও তুমি বলবে না, তুমি কিন্তু রাজ্য সরকারের।" আর এরই পাল্টা দিলেন বিজপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, "প্রশাসন, দল, জনগণ, ভোটার - সকলকে এক ছাদের তলায় নিয়ে এসেছেন আর যা করছেন তা একেবারেই মানুষের সামনে করছেন। পশ্চিমবঙ্গে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছে, এটাই তার বড় প্রমাণ। মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান। রাজ্যপাল সাংবিধানিক প্রধান। এরাজ্যের সংবিধানের অস্তিত্ব বিদ্যমান কি না তা বোঝাই যাচ্ছে।"