ফাইন হলো ইসিএলের ওভারলোডিং ১১ টি ডাম্পার এর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফাইন হলো ইসিএলের ওভারলোডিং ১১ টি ডাম্পার এর

পাণ্ডবেশ্বর,হরি ঘোষঃ৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি মোড়ে সম্প্রতিককালে ঘটেছে একাধিক দুর্ঘটনা।২৩-শে জানুয়ারি বীরভূমের দুবরাজপুর থেকে বিয়ে বাড়ি সেরে ফেরার পথে এই জায়গায় দুর্ঘটনার কবলে পড়ে একটি চার চাকার গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় একই পরিবারের চার জনের। গত ২৮-শে জানুয়ারি একই জায়গায় সকাল ও দুপুরে দুটি দুর্ঘটনায় আহত হন এক মহিলা সহ দুজন।সেদিন দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার কান্ড ঘটে ঘটনাস্থলে।রাস্তা অবরোধ, বিক্ষোভ এর পাশাপাশি একাধিক কয়লা বোঝাই ডাম্পারে ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। ক্ষিপ্ত জনতাকে সামাল দিতে সেদিন হিমশিম খায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ ওভারলোডিং গাড়ি চলাচলের ফলে সড়কে ঘটছে বারবার দুর্ঘটনা। অবশেষে দুর্ঘটনায় রাশ টানতে তৎপর হলো পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর থানা ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত নজরদারি চালায়। সড়ক দিয়ে যাবার সময় ওভারলোড ও বৈধ কাগজ না থাকার কারণে এগারোটা গাড়িকে এদিন ফাইন করা হয়।