নিজস্ব প্রতিনিধি- একদিকে চলছে প্রেমের মাস, অন্যদিকে বিয়ের মরসুম। তার মাঝেই মুক্তি পেল ইমন চক্রবর্তীর গান 'বালা নাচো তো দেখি '। গানটি তৈরি হয়েছে বিয়ে বাড়ির প্রেক্ষাপটকে নিয়ে। সারেগামা অরিজিনালস এর উপস্থাপনায় আজ মুক্তি পেয়েছে গানটি। গানটির মধ্যে বিয়ের কনে হয়েছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য।