নিজস্ব সংবাদদাতা : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোভিড পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কোভিড নিয়ে তিনি বলেন, "৭২ শতাংশ মানুষকে আমরা করোনার টিকার দ্বিতীয় ডোজ দিয়েছি। রাজ্যে রাজস্ব আদায় কোভিড আবহে কমেছে।" এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে ব্যাঙ্কগুলির বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। বলেন, "স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ব্যাঙ্কগুলি অসহযোগিতা করছে। কোনও ব্যাঙ্ক না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে। যে সমবায় ব্যাঙ্ক ঋণ দিচ্ছে না, তার কাছে জবাব চাওয়া হোক। ব্যাঙ্ক যে দয়া করছে না, সেটা বুঝিয়ে দিতে হবে। সরকার গ্যারান্টি দিচ্ছে, ছাত্রদের ঋণ দিতেই হবে।"