দুর্গাপুর,হরি ঘোষ- বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের এ জোনের ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলের গেটের সামনে বিক্ষোভ পড়ুয়াদের।রাজ্য সরকারের নির্দেশ মতো বৃহস্পতিবার থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল খোলার পর অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করলো একাদশ শ্রেণীর পড়ুয়ারা।এখনো একাদিক পড়ুয়ার দ্বিতীয় ডোজ হয়নি বলেও অভিযোগ।স্কুল কতৃপক্ষ অফলাইনে পরীক্ষা নেওয়ার কথা জানাচ্ছে।কিন্তু অফলাইনে পরীক্ষা দিতে চায়না পড়ুয়ারা একথা জানান। অনলাইনে যাতে পরীক্ষা হয় স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখেন পড়ুয়ারা।যদিও স্কুল কর্তৃপক্ষ জানান সমস্ত স্কুল খুলেছে, সরকারি যা নির্দেশ আছে সেই নির্দেশ মতই পরীক্ষা হবে।স্কুল কর্তৃপক্ষের সাথে পড়ুয়াদের আলোচনা হবে এ বিষয়েও জানান।