দ্বিগবিজয় মাহালী-ওমিক্রনের জন্য কয়েকদিন স্কুল কলেজ চলার পরে ফের বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। ফের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্কুল কলেজ খুলছে আজ।অস্টম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেনী এবং সাথে আজ থেকে খুললো কলেজেও। কলেজ খোলার সাথে সাথেই ডেবরা কলেজের অফ লাইন ক্লাস শুরু হোলো। অনলাইন ক্লাসের বিরক্তি থেকে মুক্তি পেতে চলেছে কলেজ পড়ুয়ারা।এদিকে কলেজ খুলতেই বন্ধুদের সঙ্গে দেখা। সেলফি তোলা সবই চললো ডেবরা কলেজে। যদিও প্রথম দিনে ছাত্র ছাত্রীর সংখ্যা একটু কম ছিল।