নিজস্ব সংবাদদাতাঃ বুধবার বেশ কিছু করোনা বিধি শিথিল করেছে ফ্রান্স। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। সেই কারণে এদিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রশাসন। আক্রান্তের সংখ্যা কমার ফলে হাসপাতালগুলোর ওপর চাপ কমেছে বলে জানা গিয়েছে। গতমাসে করোনা সংক্রমণ রেকর্ড বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধিনিষেধ জারি করেছিল সরকার। যদিও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন অনেকে।