দিগবিজয় মাহালি, মেদিনীপুরঃ রাজ্য জুড়ে হাসপাতালগুলোতে ৫০ শতাংশ জীবনদায়ী ঔষধ বাতিলের পথে হাঁটছে রাজ্য সরকার। এরই প্রতিবাদে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সম্মুখে বিক্ষোভ ও মেডিকেল সুপারকে ডেপুটেশন দিল সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন। বুধবার মেদিনীপুর শহরের পাশাপাশি বেলদাতেও এই কর্মসূচি পালিত হয়। কোভিড মহামারী পরিস্থিতিতে যখন জনজীবন অর্থনৈতিক ভাবে বিপর্যস্ত, তখন এই সরকারি সিদ্ধান্ত প্রকৃত অর্থে চিকিৎসা ব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলবে দাবি সংগঠনের। ফলে গরিব সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে বলে মনে করছে সংগঠন। জীবনদায়ী ৬৪৪ টি ঔষধের তালিকা থেকে ৫০শতাংশ ঔষধ বাতিল করে বর্তমানে ৩৬১ টি ঔষধে নামিয়ে আনার প্রতিবাদে ও হাসপাতালের নানান সমস্যা সমাধানে বিক্ষোভ ডেপুটেশন জমা দিল সংগঠন। উপস্থিত ছিলেন, ডাঃ প্রাণতোষ মাইতি, পঙ্কজ পাত্র, দীপক বসু, রতন মুখার্জি প্রমুখ। ডাঃ প্রাণতোষ মাইতি বলেন, "কোভিডে অর্থনৈতিক সঙ্কটজনক পরিস্থিতিতে রাজ্য সরকারের ৫০ শতাংশ জীবনদায়ী ঔষধ কমিয়ে আনার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি, এই হাসপাতালে আরো বেশি সংখ্যায় টিকিট ও ঔষধের কাউন্টার করতে হবে এবং USG-এর ডেট ও রক্ত পরীক্ষার রিপোর্ট দ্রুত দিতে হবে।" সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুপার দাবিগুলোর সাথে সহমত পোষণ করে সমাধানের বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন।
৫০ শতাংশ জীবনদায়ী ঔষধ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ!
New Update