ফের কংগ্রেসকে কড়া নিশানা মমতার!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফের কংগ্রেসকে কড়া নিশানা মমতার!

নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন লোকসভা নির্বাচন। ২০২৪-এর সেই নির্বাচনের কথা মাথায় রেখে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি। চলতি বছরেই গোয়া, উত্তর প্রদেশ, মণিপুর, পঞ্জাব, উত্তরাখণ্ড এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। গোয়ায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি না তা নিয়েও জল্পনা দেখা গিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত কার্যত স্পষ্ট হয়ে যায় পৃথকভাবেই গোয়ার বিধানসভায় লড়বে হাত ও ঘাসফুল শিবির। বুধবার, কংগ্রেসের সঙ্গে নয়, বরং পৃথকভাবে তৃণমূল কংগ্রেসের লড়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আমার দেখে খারাপ লাগে…কংগ্রেস দলটা…কীভাবে কী করে চলেছে! মেঘালয়, চণ্ডীগড়ে  বিজেপিকে জেতানোর পেছনে কংগ্রেসই রয়েছে। আমরা বারবার বলেছিলাম বিজেপির বিরুদ্ধে সকল শক্তিগুলো একত্রিত হোক। কিন্তু, কেউ যদি না বোঝে, যখন কেউ বুঝতে চায় না, তখন আমি রবীন্দ্রনাথকে স্মরণ করি। বলি, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে’।”