নিজস্ব সংবাদদাতাঃ বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ সম্মান দিয়েছে ইউনেস্কো। এবার সেই সম্মানকে সামনে রেখে রাজ্যে একমাস আগে থেকেই পুজোর উদযাপন শুরু হয়ে যাবে। আগেই একথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি জানালেন, এক মাস আগে রাজ্যে বিশাল মিছিল হবে। যার অগ্রভাগে থাকবেন রাজ্যের মহিলারা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল তৃণমূলের সাংগঠনিক নির্বাচন। সেখানেই রাজ্যের সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার ডাক দিলেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপুজোর একমাস আগে একটা মিছিল করব। লক্ষ্মীর ভাণ্ডারের মা-বোনেরা শঙ্খ বাজাবে। সংখ্যালঘুরাও শামিল হবে। শঙ্খ, উলুধ্বনি কাকে বলে বাংলা দেখবে।” এরপর দুর্গাপুজো কমিটির সদস্য ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসদের দায়িত্ব নিতে পরামর্শ দেন তিনি। দুর্গাপুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করতে নির্দেশ দেন মমতা। জানিয়ে দেন আগামী কর্মসূচিও।