নিজের দল নিয়ে কী বললেন মমতা?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নিজের দল নিয়ে কী বললেন মমতা?

নিজস্ব সংবাদদাতাঃ এদিন তৃণমূলের চেয়ারপার্সন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন " তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন। আজ ত্রিপুরায় গেলে আমাদের মারধর করা হচ্ছে। ত্রিপুরায় অত্যাচার হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে, গাড়ি পোড়ানো হচ্ছে। বাংলায় এর থেকে বেশি অত্যাচার সহ্য করেছি। তৃণমূল লড়াইয়ের মধ্যে দিয়ে উঠে এসেছে। তৃণমূল মুখে নয়, কাজে বিশ্বাস করে। তৃণমূল বিবেকানন্দের কথায় ভরসা করে। এছাড়া দলের অন্দরে সুর চড়ানো নিয়ে এদিন নেতা কর্মীদের বার্তা দেন মমতা। তিনি বলেন, " দল একটাই তৃণমূল, কোনও দ্বন্দ্ব নয়। দল ছাড়া কিছু নেই, চিহ্ন জোড়াফুল। এবার আমার একটাই লড়াই, শিল্প এবং কর্মসংস্থান। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব।"