নিজস্ব সংবাদদাতাঃ ফের তৃণমূলের চেয়ারপার্সন হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " আমি উত্তরপ্রদেশ ভোটে লড়তে যাচ্ছি না। সমাজবাদী পার্টিকে সমর্থন করব। ৮ তারিখ ওখানে মিটিং আছে। গোয়ায় ৩-৪ মাস চেষ্টা করছি, ইউনিট করেছি। ত্রিপুরায় ৪ মাসের মধ্যে ভোট শতাংশ ২০ হয়ে গিয়েছে,দেশের মানুষও চাইছে তৃণমূলকে। আপনারা একটা মঞ্চ বানিয়ে কাজ করুন। জহর সরকার আইপিএস, আইএএসদের নিয়ে কাজ করছেন। মুম্বইয়ে নাগরিক সমাজের সঙ্গে দেখা করেছি। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এখনও ২ বছর সময় আছে, বাংলাকে মজবুত করতে হবে, বাংলায় ৪২টি লোকসভা আসনের মধ্যে মধ্যে ৪২টিতেই জিততে হবে।"