নিজস্ব সংবদাদাতা : মোদি সরকারের বাজেট একেবারে শূন্য বলে ট্যুইটে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধি। এবার কংগ্রেস নেতাকে পাল্টা দিলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল। রাহুলকে নিশানা করে তিনি বলেন, বাজেট বুঝতে হলে আপনার (বিরোধীদের) বুদ্ধিমত্তা দরকার। রাহুল গান্ধীর যাইহোক গণিত বুঝতে সমস্যা আছে, তিনি '০' এর যোগফল দিয়ে সবকিছু দেখবেন। আমি বিশ্বাস করি যে এফএম (অর্থমন্ত্রী) দেশের উন্নয়নের একটি নতুন উপায় দেখিয়েছে। মধ্যবিত্তের ওপর থেকে করের বোঝা ইতিমধ্যে অনেকটাই কমেছে। আমাদের প্রচেষ্টা সম্পদ সংরক্ষণ এবং সুযোগ ও আয় বৃদ্ধি করা...ব্যক্তিগতভাবে জারি করা ক্রিপ্টোকারেন্সিগুলি সরকার স্বীকৃত আইনি দরপত্র নয় এবং এতে ৩০ শতাংশ ট্যাক্স থাকবে।"