খেজুরি ঘটনার তদন্ত ভার নিতে চলেছে এন.আই.এ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
খেজুরি ঘটনার তদন্ত ভার নিতে চলেছে এন.আই.এ

নিউজ ডেস্কঃ খেজুরি: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের খেজুরি থানা থেকে তদন্তভার নেবেন NIA সংস্থা। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল। সেই মতো আজ NIA এর একটি প্রতিনিধি দল প্রথমে খেজুরি থানায় হাজির হন। এরপর ওখান থেকে বেরিয়ে বিকেলে বিস্ফোরণস্থল ঘুরে দেখছেন। বোমা বিস্ফোরণের এলাকা খতিয়ে দেখেন আধিকারিকরা। সূত্রের খবর, গত ৩ জানুয়ারী রাতে খেজুরি বিধানসভা পশ্চিম ভাঙ্গনবাড়ি এলাকায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা গ্রাম। ঘটনাস্থলে গুরুতর জখম হয় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তমলুক হাসপাতালে দুজন তৃণমূল কর্মী অনুপ দাস (৩০) ও কঙ্কন করণ (৩৫)-এর মৃত্যু হয়। বেশ কয়েকজন তৃণমূল কর্মী এখনো চিকিৎসাধীন রয়েছেন। একাধিক বেসরকারি হাসপাতালেও চিকিৎসা চলছে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ হয়ে এমন ঘটনা ঘটেছে। বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের দাবি জানিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও NIA তদন্তের দাবি জানিয়ে ছিলেন।