নিজস্ব প্রতিনিধি- অভিনেতা কার্তিক আরিয়ান সোশ্যাল মিডিয়ায় এক ছবি শেয়ার করেছেন।যা দেখে তার অনুগামী থেকে শুরু করে বলিউড জগতের অন্যান্য তারকাও ভালোবাসা প্রকাশ করেছেন।ছবিটি শেয়ার করে তিনি লেখেন, 'কটোরি'। আমি ফের প্রেমে পড়েছি।' সঙ্গে তার ভালবাসার নাম লিখেছেন কটোরি আরিয়ান। ছবিটিতে দেখা যাচ্ছে দুই হাতে একটি মিষ্টি কুকুর ছানাকে ধরে রাখতে। ছোট্ট এই চার পেয়ের প্রেমে পড়েছেন অভিনেতা।