হরি ঘোষঃ শীতের মিঠে রোদ্দুর গায়ে মেখে দুই স্কুল এর মাঝেই খেলার মাঠে মঙ্গলবার সকাল থেকে শুরু হল বিকল্প পাঠশালা। রানীগঞ্জের সিয়ারসোল রাজ বাড়ির গোলবাগান অঞ্চলে মঙ্গলবার সকালে বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে বিদ্যালয়গুলিতে সমস্ত শ্রেনীর পঠন-পাঠন স্বাস্থ্যবিধি মেনে চালু হোক এই দাবি জানিয়ে, বাম ছাত্র সংগঠনের সদস্যরা এলাকার প্রাথমিক স্তরের পড়ুয়া থেকে শুরু করে মাধ্যমিক স্তরের পড়ুয়াদের নিয়ে শুরু করলো মাঠের মধ্যেই পঠন-পাঠনের কাজ। বিদ্যালয়ের রীতিনীতি মেনে, নিয়ম করে জাতীয় সংগীত গেয়ে পড়ুয়াদের ছাত্র সংগঠনের সদস্যরা ইংরেজি বাংলা, অংক সহ বিভিন্ন বিষয়ের পাঠদান করতে উদ্যোগ নিল। রীতিমতো ব্ল্যাকবোর্ডে সমস্ত বিষয় কে উপস্থাপন করে শেখানো হলো পাঠক্রমের বিভিন্ন অধ্যায়। সংগঠনের নেতৃস্থানীয়দের দাবি দীর্ঘ একটা করোনাকালের কারণে স্কুল-কলেজ প্রাইমারি স্কুল সবকিছুই বন্ধ হয়ে রয়েছে, আর এর জেরে প্রভাব পড়ছে শিশুমনে। স্কুল ছুটের সংখ্যাও বেড়েছে অনেকটাই। আর এই বিষয়টি লক্ষ্য করেই যাতে খুদে পড়ুয়ারা ও আরো সকল পড়ুয়ারা তাদের পাঠভ্যাস চালিয়ে যেতে পারে সে বিষয়টি নজরে রেখেই তারা এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলেই জানালো তাদের বক্তব্যে। এদিনের এই বিকল্প পাঠশালায় বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় এসএফআইয়ের সহ-সম্পাদক সুকান্ত চ্যাটার্জী, স্বর্ণক পা, সৌরভ দত্ত, আকাশ ভট্টাচার্য প্রমুখ।