নিজস্ব সংবাদদাতাঃ বেজিং-এ অনুষ্ঠিত হতে চলেছে শীতকালীন অলিম্পিক্স। আর এই মুহূর্তে চিনে বেড়েছে করোনার প্রকোপ। এবারের অলিম্পিক্সে আসতে চলেছে ২হাজার ক্রীড়াবিদ। আর যে হোটেলে ক্রীড়াবিদরা থাকবেন সেইখানে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে হোটেলগুলিতে মানুষের পরিবর্তে পরিষেবা দিতে চলেছে রোবট। সংক্রমণের হাত থেকে বাঁচতে এখন এই প্রযুক্তি পন্থাতেই বিশ্বাস রাখছে চিন।
নিজস্ব সংবাদদাতাঃ বেজিং-এ অনুষ্ঠিত হতে চলেছে শীতকালীন অলিম্পিক্স। আর এই মুহূর্তে চিনে বেড়েছে করোনার প্রকোপ। এবারের অলিম্পিক্সে আসতে চলেছে ২হাজার ক্রীড়াবিদ। আর যে হোটেলে ক্রীড়াবিদরা থাকবেন সেইখানে করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে হোটেলগুলিতে মানুষের পরিবর্তে পরিষেবা দিতে চলেছে রোবট। সংক্রমণের হাত থেকে বাঁচতে এখন এই প্রযুক্তি পন্থাতেই বিশ্বাস রাখছে চিন।