নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা খাদ্য সরবরাহ দফতরের অফিসের সামনে ধর্না মঞ্চ করে ধর্না দিলেন রেশন ডিলার কর্মীরা। তাঁদের 12 দফা দাবি নিয়ে ধর্না মঞ্চে বসে পড়েন তাঁরা, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে তারা এই ভাবে ধর্না চালিয়ে যাবে বলে জানা যায়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রেশন থেকে 500 মিটারের মধ্যে দুয়ারে রেশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এই প্রকল্প কিভাবে তারা চালাবে তা বুঝে উঠতে পারছে না এমনটা জানায় রেশন ডিলাররা। তাঁরা আরও বলেন দুয়ারের সরকারের রেশন ব্যবস্থা সাপোর্ট করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুজনের প্রস্তাবনা দিয়েছিলেন সেই দুজনের প্রস্তাবনা এখনো লিখিত আকারে কোন ডিলারের কাছে পৌঁছয়নি । এমনকি ডিসেম্বর-জানুয়ারিতে কাগজে-কলমে রেশন দ্রব্য বেশি দেখানো হলেও রেশনে দ্রব্য আসছে স্বল্প পরিমানে এমনটাই অভিযোগ করলেন তাঁরা। সামনের মাস থেকে সঠিক পরিমাপ মত রেশন দ্রব্য যেন দেওয়া হয়। এর পাশাপাশি 12 দফা দাবি নিয়ে এদিন বিক্ষোভ ধর্নায় বসে রেশন ডিলাররা।