নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় দলের হয়ে একনিষ্ঠ ভাবে হরভজন খেলেছেন ১৭বছর ধরে। তাও তিনি এতদিনেও অধিনায়কত্বের সুযোগ পাননি। শুধু তাই নয় ২০১৫ সালে তাঁকে দল থেকে বাদ পড়তেও হয়েছিল। অনেকে এই জন্য মহেন্দ্র সিং ধোনি-কে দায়ী করেছিলেন। কিন্তু এই প্রসঙ্গে ভাজ্জি বলেন, “এমএস-এর বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। বরং আমরা খুব ভাল বন্ধু। আমার রাগ বোর্ডের উপর। তখনকার সরকারের উপর। বিসিসিআই-কে আমি সরকারই বলতাম। সেই সময়ে নির্বাচকরা নিজের কাজটা ঠিক মতো করতে পারেননি। ওঁরা দলটাকে এক হতে দেননি। যখন সিনিয়ররা খেলছে এবং দলকে জেতাচ্ছে, তখন তো জোর করে তরুণদের দলে নেওয়ার কোনও মানে হয় না। এই নিয়ে নির্বাচকদের প্রশ্ন করেছিলাম। জবাব ছিল, এটা ওঁদের হাতে নেই। তখন জিজ্ঞেসই করে ফেলেছিলাম, তা হলে আপনারা নির্বাচক হিসেবে রয়েছেন কী করতে?"