নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল দেশের গণটিকাকরণ কর্মসূচি। বছর পার করে সেই সংখ্যাটি ১৬৬.০৩ কোটিতে পৌঁছেছে। চলতি বছরের ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণও। ছোটদের জন্য বর্তমানে কেবল কোভ্যাক্সিনই উপলব্ধ। স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ থেকে ছোটদের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হচ্ছে। অর্থাৎ যারা টিকাকরণ কর্মসূচির প্রথমদিনই টিকা নিয়েছিলেন, তাদের প্রথম ডোজের ২৮ দিন পূরণ হওয়ায়, আজ থেকে তারা দ্বিতীয় ডোজ় নিতে পারবে।