নিজস্ব প্রতিনিধি-অবশেষে সব প্রতীক্ষার অবসান করে শেষ হল বিগ বস এর ১৫ তম সিজন।বিগ বসের বাড়িতে শেষ পর্যন্ত টিকে ছিলো তেজস্বী প্রকাশ ও প্রতীক সেহজ পাল।অবশেষে সঞ্চালক সালমান খান ঘোষণা করলেন বিজয়ীর নাম,তেজস্বী প্রকাশ। অক্টোবর মাসে বিগ বস এর ১৫ তম সিজন শুরু হয়েছিলো।১২০ দিনের লড়াইয়ের পর, বিজয়ী ট্রফি ও নগদ ৪০ লাখ টাকা পেলো তেজস্বী প্রকাশ।দ্বিতীয় স্থান অধিকার করে প্রতীক।