নিজস্ব সংবাদদাতাঃ সদ্য ২১তম গ্র্যান্ড স্ল্যামের মালিকানা ছিনিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল। শেষ পর্যন্ত দুরন্তভাবে খেলেও শেষরক্ষা করতে পারেনি দানিল মেদভেদেভ। তাই দানিলের উদ্দেশ্যে নাদাল বলেন, “তোমার কাছে একটা কঠিন মুহূর্ত দানিল। আমি নিজে এই ট্রফি দু’বার জিতেছি। আমি নিশ্চিত যে তুমিও অন্তত দু’বার এই ট্রফি জিতবে। অসাধারণ খেলেছ আজ। তাই তোমাকেও অনেক ধন্যবাদ।”