নিজস্ব সংবাদদাতাঃ রুটের ব্যর্থতা নিয়ে খোঁচা দিলেন এবার ইয়ান চ্যাপেল। তাঁকে ব্যর্থ অধিনায়ক হিসাবে সম্বধনও করলেন তিনি। চ্যাপেল বলেন, “অধিনায়ক হিসেবে ও ব্যর্থ। বাকিদের থেকে অনেক বেশি বার দেশকে নেতৃত্ব দিয়েছে। রুট নিজে বা ইংল্যান্ড ক্রিকেটের কোনও দেবতা এসে বললেও আমার যায় আসে না। আমি বলব, রুট ভাল ব্যাটার কিন্তু খারাপ অধিনায়ক।”