হরি ঘোষ,দুর্গাপুরঃ LPG গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস বের করে নেওয়ার একটি চক্রকে শনিবার রাতে ধরল নিউ টাউনশিপ থানার পুলিশ। অভিমূন্য পন্ডিত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে ধৃতকে। ধৃত ব্যাত্তির কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ, যা দিয়ে ভর্তি সিলিন্ডার থেকে ফাঁকা সিলিন্ডারে গ্যাস বের করা যায়। ঘটনায় আর কে কে জড়িত আছে তা নিয়ে তদন্ত শুরু বলে জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ এর ACP ধ্রুবজোতি মুখোপাধ্যায়।