উইলিয়ম-এর পাশে আছেন জুয়ান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
উইলিয়ম-এর পাশে আছেন জুয়ান

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ডার্বিতে পেনাল্টি মিস করেছেন ডেভিড উইলিয়ম। যে পেনাল্টিতে গোল করার অনেক বড় সুযোগ ছিল সেই সুযোগ হাতছাড়া করেছে উইলিয়ম। তবে এই বিষয়ে উইলিয়মের উপর একটুও ক্ষিপ্ত নন জুয়ান। তিনি আরও ডেভিডের পাশে দাঁড়িয়েছেন। জুয়ান এই প্রসঙ্গে বলেন, “এই সময়ে ডেভিডের পাশে সবার দাঁড়ানো উচিত। পেনাল্টি মিস করলেও ও আমাদের প্রচুর সাহায্য করেছে। গোলের সুযোগ তৈরি করা থেকে বিপক্ষকে চাপে রাখা—সবই করেছে ও। হায়দরাবাদ, ওডিশার বিরুদ্ধেও খুব ভাল খেলেছে ও। পেনাল্টি থেকে সবাই গোল করতে চায়। ভুল হয়ে গিয়েছে। তবে আমরা ওর পাশে আছি।”