কিয়ান জ্বরে ধুঁকছে মোহনবাগান

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কিয়ান জ্বরে ধুঁকছে মোহনবাগান


নিজস্ব সংবাদদাতাঃ গতকাল ডার্বির রং সবুজ মেরুন করলো কিয়ান নাশিরি। ইস্টবেঙ্গলের কাছে কিয়ান ছিল সম্পূর্ণ বাইরের এক অধ্যায়। কিয়ান-কে নিয়ে এবারের ডার্বিতে বেশ খুশি কোচ জুয়ান। তিনি বলেন, “কিয়ানের জন্য আমি খুশি। ও অনুশীলনে খুবই পরিশ্রম করে, উন্নতিও করেছে অনেক। ম্যাচটা যখন বেশ কঠিন জায়গায় চলে যাচ্ছিল, তখন আমরা সিস্টেম পরিবর্তনের সিদ্ধান্ত নিই। কিয়ানকে নাম্বার নাইনের মতো ব্যবহার করতে চেয়েছিলাম। ও যে সফল হয়েছে, সে জন্য আমি খুবই খুশি। ওর মতো তরুণ খেলোয়াড় সফল হওয়ায় আমি খুশি হয়েছি।”