সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘনায় মৃত্যু বাইক আরোহীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘনায় মৃত্যু বাইক আরোহীর

নিজস্ব সংবাদদাতা : ফের উড়ালপুলে দুর্ঘটনা। এবার সম্প্রীতি উড়ালপুলে দুর্ঘটনা ঘটল গর্তে বাইকের চাকা পড়ে। মৃত্যু হয়েছে চালকের। গুরুতর জখম ১।শনিবার দুপুরে সম্প্রীতি উড়ালপুলে এই দুর্ঘটনা ঘটে। চালক এবং আরোহী, পরস্পরের বন্ধু। মোটরসাইকেলে চেপে বজবজ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময় একটি গর্তে মোটরসাইকেলের সামনের চাকাটি গিয়ে পড়ে। তাতে নিয়ন্ত্রণ হারান চালকের আসনে থাকা ব্যক্তি। তীব্র গতিতে মোটরসাইকেলটি গিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে। উড়ালপুলের উপর ছিটকে পড়েন তিনি।তীব্র গতিতে মোটরসাইকেলটি গার্ডওয়ালে ধাক্কা মারায় পিছনে বসে থাকা ব্যক্তি ছিটকে উড়ালপুলের নীচে পড়ে যান। গুরুতর জখম হয়েছেন তিনি। মহেশতলা থানার পুলিশ দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চালকের আসনে থাকা ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।