হরি ঘোষ, দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ক্যান্টিনের গোডাউনে জমা হয়েছিল বাতিল হওয়া পুরোনো যন্ত্র , খাবার দেওয়ার ট্রলি এবং ফ্রিজার সহ একাধিক সামগ্রী। শনিবার সকালে সেই সমস্ত সামগ্রী একটি লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল অন্যত্র। খবর পেয়ে সিআইএসএফ রক্ষীরা ওই ট্রাকটি আটকে গেট পাশ বা অন্যান্য কাগজপত্র দেখতে চায়। কিন্তু তা দেখাতে না পারায় মালপত্র সহ ট্রাকটিকে আটক করে সিআইএসএফ। খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে। পুলিশ মিল্টন সেন নামে এক ব্যক্তিকে আটক করে। জানা গেছে এই ব্যক্তি বর্তমানে হাসপাতাল ক্যান্টিন চালাচ্ছিলেন। তাঁর স্ত্রী মোনালিসা সেন জানান যে একটা ভুল বোঝাবুঝির জন্য এই ঘটনা ঘটেছে। এই সমস্ত সামগ্রী সারানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মোনালিসা সেন দাবি করেছেন। যদিও ইস্পাত হাসপাতালের প্রশাসক গৌতম গুপ্ত জানান যে তার কাছে কোনও অনুমতি নেওয়া হয়নি। হাসপাতাল কর্মী মারফৎ জানতে পেরে তিনি সমস্ত মাল সহ ট্রাক আটকানোর নির্দেশ দেন ও পুলিশকে খবর দেন।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইস্পাত হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হাসপাতালের ডিরেক্টর ইনচার্জ , কিচেন অফিসার সহ আরও অন্যান্য আধিকারিকরা। কিভাবে বিনা অনুমতিতে প্রকাশ্য দিবালোকে নানান সামগ্রী পাচার হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ও হাসপাতাল কতৃপক্ষ।