নিজস্ব সংবাদদাতাঃ স্কুল খোলার দাবিতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ছে জেলাতেও। শনিবার স্কুল খোলা নিয়ে পথ অবরোধ করে বামপন্থী বিভিন্ন সংগঠন। রাস্তায় নামেন প্রাথমিক শিক্ষকরা। শুধু তাই নয়, স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করেন স্বয়ং বিধায়ক। এরপর পোড়ানো হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশ পুতুল। স্কুল খোলার দাবিতে ক্রমশ বাঁকুড়া জেলা জুড়ে আন্দোলনের ধার বৃদ্ধি করছে বামপন্থী বিভিন্ন সংগঠন। আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে কোথাও রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে আবার কোথাও রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হন বামপন্থী শিক্ষক ও ছাত্র সংগঠন। এদিন সকালে বাঁকুড়ার বেলিয়াতোড় রাস্তায় শুয়ে প্রতিবাদে সামিল হন প্রাথমিক শিক্ষকরা। বামপন্থী প্রাথমিক শিক্ষক সংগঠনের এই আন্দোলনে সামিল হন প্রাক্তন বিধায়কও। এই অবরোধের জেরে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বেলিয়াতোড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে দেয়।