এয়ারটেলেও লগ্নি করবে গুগল!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এয়ারটেলেও লগ্নি করবে গুগল!


নিজস্ব সংবাদদাতাঃ বছর দুয়েক আগে ভারতে ১০,০০০ কোটি ডলার বিনিয়োগের কথা জানিয়েছিল গুগল। সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছিলেন, ৫ থেকে ৭ বছরে ওই টাকা এ দেশের ডিজিটাল পরিষেবায় ঢালবেন তাঁরা। সেই লক্ষ্য পূরণে আমেরিকার ইন্টারনেট সংস্থাটি এয়ারটেলকেও সঙ্গী করল। সূত্রের খবর, এয়ারটেলে পাঁচ বছর ধরে ১০০ কোটি ডলার লগ্নি করবে গুগল।