নিজস্ব সংবাদদাতা : শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের জন্য যে আবেদন করেছিল তৃণমূল সেই আবেদন পাঠানো হল লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে।
প্রসঙ্গত, শিশির অধিকারী ও সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের আবেদন করে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানিয়েছিলেন যে সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের বিষয়টি নিয়ে আর অগ্রসর হচ্ছে না দল। তাই শুধু মাত্র শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের আবেদন পাঠানো হল লোকসভায়।