প্রশ্ন করার অধিকার নেই বিরোধীদের!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
প্রশ্ন করার অধিকার নেই বিরোধীদের!

নিজস্ব সংবাদদাতাঃ এবার দুই দফায় হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন বাজেট অধিবেশনের প্রাক্কালে রাজ্যসভার সদস্যদের জন্য আদর্শ আচরণবিধি জারি হল। এইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, বাজেটের অধিবেশনের প্রথম দু’দিন ‘জিরো আওয়ার’ ও ‘কোশ্চেন আওয়ার’ বা প্রশ্নত্তর পর্ব থাকবে না। ঘটনায় ক্ষুব্ধ বিরোধীদের প্রশ্ন, প্রশ্ন করার অধিকার কেড়ে নিচ্ছে সরকার। আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যসভার সদস্যদের জন্য আদর্শ আচরণবিধি জারি করেছেন সংসদের উচ্চ কক্ষের চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু।