সীমান্তে বসল 'অ্যান্টি কাট - অ্যান্টি ক্লাইম্ব' ফেন্সিং

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সীমান্তে বসল 'অ্যান্টি কাট - অ্যান্টি ক্লাইম্ব' ফেন্সিং

নিজস্ব সংবাদদাতা : ভারত-বাংলাদেশে সীমান্তে প্রায় ২০ কিলোমিটার জায়গা জুড়ে বসানো হল আরও শক্তিশালী ফেন্সিং। বিএসএফের আইজি ও বেঙ্গল ফ্রন্টিয়ার অজয় সিং জানিয়েছেন, "পুরনো ফেন্সিংয়ের জায়গায় বসানো হচ্ছে অ্যান্টি কাট - অ্যান্টি ক্লাইম্ব ফেন্সিং। মানেও ভালো আর এটি টপকানো সহজ নয়। দীর্ঘস্থায়ী।"