নিজস্ব সংবাদদাতাঃ পূর্বাভাস সত্যি হল। এক ধাক্কায় অনেকটা নামল পারদ। রাজ্যজুড়ে শনিবার শীতের আমেজ। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ। উত্তুরে হাওয়ার হাত ধরে স্থায়ী শীতও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে। জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। তবে সরস্বতী পূজোর দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে তাপমাত্রা নিম্নমুখী হবে। ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমবে। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।