নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ স্কুলে পঠন পাঠন চালুর দাবিতে মেদিনীপুর শহরে পথে নামলেন মহিলারাও। শুক্রবার শহরের বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সন্তানদের নিয়ে হাজির হলেন অভিভাবকরা। অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে হয় বিক্ষোভ সভা। উপস্থিত ছিলেন সংগঠনের নেত্রী ঝর্ণা জানা, কাকলি ভূঁইয়া, ভবানী চক্রবর্তী সহ অন্যান্যরা। সংগঠনের বক্তব্য, মেলা, খেলা চললেও, শিক্ষা থেকে শিশুদের দূরে সরে রাখতে সরকার স্কুল বন্ধ করে রেখেছে। পাশাপাশি ছাত্র সংগঠন ডিএসও'র পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলা দশম ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। সুসজ্জিত মিছিল শহর পরিক্রমা করে। উদ্বোধন করেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর জেলা সম্পাদক নারায়ণ অধিকারী। সম্মেলনে দাবি তোলে, কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল এবং স্কুল-কলেজে পঠন পাঠন চালু সহ বাসে ছাত্র-ছাত্রীদের এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াত, মোবাইল ডাটা প্যাকেজ রিচার্জের দাম কমানো। উপস্থিত ছিলেন, রাজ্য নেতা বিশ্বজিৎ রায়। তিনি বলেন, শিক্ষার বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণের নীলনকশা জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের জন্য ডিএসও-র লড়াই বৃহত্তর আকার ধারণ করবে। এছাড়া উপস্থিত ছিলেন, রাজ্য সভাপতি শামসুল আলম, সুরজিৎ সামন্ত, ব্রতীন দাস, বিশ্বরঞ্জন গিরি। সম্মেলন থেকে সিদ্ধার্থ শংকর ঘাঁটাকে সভাপতি এবং তনুশ্রী বেজকে সম্পাদিকা করা হয়।